ঢাকা: রাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় আবদুল মজিদ (৩৫) নামের এক ট্রাফিক কনস্টেবলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৬ মার্চ) সকাল ৭টার দিকে মিরপুর টেকনিক্যাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাফিক সার্জেন্টের উপ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে টেকনিক্যাল মোড়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দায়িত্ব পালনের সময় একটি ট্রাক সিগন্যাল অমান্য করে তাকে ধাক্কা দেয়।
তাৎক্ষণিক গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই মনিরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।