ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে অবৈধভাবে ফেরার সময় আটক ৪১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
বেনাপোল সীমান্তে অবৈধভাবে ফেরার সময় আটক ৪১ যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী/ ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় নারী-পুরুষ ও শিশুসহ ৪১ বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২১) সদস্যরা। এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার (০৬ মার্চ) সকালে বেনাপোল সীমান্তের পুটখালী থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ২১ জন পুরুষ, ১৭ জন নারী ও ৩ শিশু রয়েছে।

এদের বাড়ি নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা ও ঢাকায়।

বিজিবি সূত্রে জানা গেছে, বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে অবৈধভাবে একদল নারী-শিশু এপারে আসছে এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

বিজিবি-২১ এর পুটখালী ক্যাম্পের সুবেদার ওমর ফারুক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এজেডএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।