সোমবার (৫ মার্চ) রাতে উপজেলার ঈশ্বরপুর গ্রামে এ অভিযান চালানো হয়। আটক রুবেল ওই গ্রামের লুৎফর ফকিরের ছেলে।
মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী আনোয়ার হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে পাঁচশ’ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন ও নগদ আট হাজার টাকাসহ মাদক বিক্রেতা রুবেলকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এসআই