সোমবার (৫ মার্চ) দিবাগত রাত সোয়া ১টা থেকে ২টার মধ্যে দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাগুয়ান ও ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, রাত সোয়া ১টার দিকে হঠাৎ আগুন লেগে ইসমাইল হোসেন, ইসলাম আলী, আব্দুর রাজ্জাক, মকলেছ, শরিফুল ইসলাম, রেবেকা, জুজান, আসাদুল, মজির উদ্দিন, জাইদুল ও সফিকুল ইসলামেরসহ মোট ১৬টি কাঁচা ঘর পুড়ে যায়।
ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শ্রী প্রবীর কুমার দেবনাথ জানান, তামাকের ঘরের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অপরদিকে সোমবার দিবাগত রাত ২টার দিকে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের ভাসা মালিথার বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় চারটি ঘর পুড়ে যায়।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
আরএ