মঙ্গলবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
চিরকুমার হারাধন কবিরাজি চিকিৎসা দিতেন।
প্রতিবেশীদের বরাত দিয়ে তার ভাতিজা তুষার ভট্টাচার্য বলেন, সকালে বোরকা পরা তিন-চারজন আমার চাচার বাড়িতে এসেছিলেন। তারা চলে যাওয়ার পরে প্রতিবেশীরা ওই বাড়ি গিয়ে খোলা দরজা দিয়ে ঘরের মধ্যে চাচার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। খবর পেয়ে আমরা ওই বাড়ি গিয়ে দেখি, ঘর তছনছ করা। ঘরের মধ্যে একটি ইনজেকশেনের সিরিঞ্জও পাওয়া গেছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কারা কেন তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এসআই