ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
গোদাগাড়ীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাটে ছোট ভাই আবদুল করিমের (৪০) লাঠির আঘাতে বড় ভাই আবদুর রহিমের (৪৮) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে কাঁকনহাটের মোহনপুর ইউনিয়নের ঘোষণা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহিম মোহনপুর ইউনিয়নের ঘোষণা গ্রামের মৃত বেলাত আলীর বড় ছেলে।

ঘটনায় ছোট ভাই আবদুল করিম তার ও পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

রাজশাহীর গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) আলতাফ হোসেন বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন থেকে জমি নিয়ে এ দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিলো। মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জমি থেকে মশুর তুলতে গেলে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে করিম লাঠি দিয়ে রহিমের মাথায় আঘাত করে। এসময় মাটিতে লুটিয়ে পড়েন আবদুর রহিম।  

পরে তাকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী রামেক হাসপাতালে স্থানান্তর করা হলে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।  

ওসি বলেন, এ ঘটনা থানায় একটি হত্যামামলা দায়ের করা হবে। বর্তমানে অভিযুক্ত ব্যক্তিকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। পাওয়া গেলে তাকে এ মামলায় গ্রেফতার করা হবে।  

এছাড়া ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।