হামলাকারীসহ মূলহোতাদের বিচার দাবিতে মঙ্গলবার (০৬ মার্চ) দুপুরে গণস্বাক্ষর কর্মসূচি শেষে তিন দফা দাবিতে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কাছে এ স্মারকলিপি জমা দেন সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সুষ্ঠু ও সঠিক তদন্ত প্রকাশ, হামলার দ্রুত বিচার সম্পন্ন করা এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
এক্ষেত্রে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ, দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ে সীমান্ত প্রাচীর নির্মাণ এবং নিরাপত্তা সমাধানের নামে কাউকে হয়রানি না করে যথাযথ পদক্ষেপ নেওয়াসহ কয়েক দফায় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
এরআগে গত শনিবার (০৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়। ফয়জুল হাসান নামে এক তরুণ ছুরি দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করেন।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
ওএইচ/