মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে গণজাগরণ মঞ্চের আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ইমরান সরকার বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষদের বিরুদ্ধে চাপাতি হাতে নিয়েছে মৌলবাদীরা।
যারা জঙ্গিবাদ তৈরি করছে তাদের বিরুদ্ধে সরকারকে কঠিন অবস্থানের আহ্বান জানান তিনি। পাশাপাশি ভাবতে বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যপুস্তকের বিষয়ে।
মানববন্ধনে আগামী ৮ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় সারাদেশে একযোগে গণসমাবেশের কর্মসূচি দেওয়া হয়।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন ছাত্র-সংগঠনের নেতা-কর্মীরা
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এইচএমএস/এনএইচটি