ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রিয়ভাষিণীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
প্রিয়ভাষিণীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৬ মার্চ) পৃথক শোকবার্তায় তারা এ শোক প্রকাশ করেন। 

শোকবার্তায় রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধে প্রিয়ভাষিণীর অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে ফেরদৌসী প্রিয়ভাষিণীর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।



প্রিয়ভাষিণীর মৃত্যুতে মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তায় মহান মুক্তিযুদ্ধে ফেরদৌসী প্রিয়ভাষিণীর ভূমিকা শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি বলেন, দেশ ও জাতি তার অবদান চিরদিন মনে রাখবে।  

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ফেরদৌসী প্রিয়ভাষিণী দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এসকে/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।