ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ২ দিনব্যাপী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
গোপালগঞ্জে ২ দিনব্যাপী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জে দু’দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) ও সোমবার (৫ মার্চ) জেলা শিশু একাডেমির হলরুমে হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন, নির্ধারিত বক্তৃতা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, রচনা লিখন, গল্প বলা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

জেলা শিশু একাডেমি এ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে।

এসব প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, বাংলা বিভাগের প্রভাষক জয়নাব বিনতে হোসেন, সহকারী কমিশনার অমিত রায়, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপূণ হোসাইন।

১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত শিশু সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।