মঙ্গলবার (৬ মার্চ) দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত স্বপন তারাপুর দক্ষিণপাড়ার মালেক প্রামাণিকের ছেলে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে ধানক্ষেতে তার গলা কাটা মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পরিবারের বরাত দিয়ে তিনি আরো জানান, ট্রাকের হেলপার স্বপন মাদকাসক্ত ছিলেন। তিনি একই এলাকায় নানা বাড়িতে থাকতেন। রোববার দুপুরে নানা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজখুজির পর মঙ্গলবার দুপুরে তার মরদেহ পাওয়া গেল।
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এসআই