জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহাম্মদ সামাদ বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রিয়ভাষিণীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করবেন।
শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে জানান মোহাম্মদ সামাদ।
প্রয়াত ভাস্করের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (৬ মার্চ) দুপুরের পর প্রিয়ভাষিণীর মরদেহ পিংক সিটির বাসায় নেওয়া হবে। পরে নেওয়া হবে ল্যাবএইড হাসপাতালের হিমঘরে রাখার জন্য। তার ছোট ছেলে অস্ট্রেলিয়া থেকে ফিরবেন বুধবার (৭ মার্চ)।
মঙ্গলবার (৬ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফেরদৌসী প্রিয়ভাষিণী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
ভাস্কর-মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী আর নেই
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
ইইউডি/এনএইচটি/এএ