ল্যাবএইড হাসপাতালে কথা বলছেন শাহরিয়ার কবির/ছবি: বাদল
ঢাকা: ফেরদৌসী প্রিয়ভাষিণী কেবল মুক্তিযোদ্ধাই নন, তিনি নির্যাতিত সব নারীর পক্ষে ছিলেন। ভাস্কর হিসেবেও তিনি অনন্য। আবর্জনাকে শিল্পে পরিণত করেছেন তিনি। ফেলে দেওয়া জিনিস দিয়ে ভাস্কর্য তৈরিতে এনেছেন ভিন্নমাত্রা।
মঙ্গলবার (৬ মার্চ) প্রিয়ভাষিণীর মৃত্যু সংবাদ শুনে ল্যাবএইডে এসে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির একথা বলেন।
তিনি বলেন, প্রিয়ভাষিণীর অভাব কখনো পূরণ হবে না।
তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের ক্ষতিপূরণ আদায়ের সম্মেলনে গিয়ে মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের ক্ষতিপূরণের দাবি তুলেছিলেন।
‘যুদ্ধাপরাধের বিচারে তিনি আজীবন লড়ে গেছেন। নির্যাতিত নারীদের অধিকার আদায় আন্দোলনে তিনি ছিলেন রোল মডেল। ’
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
ইইউডি/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।