ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

অর্থমন্ত্রীর বিড়ি শিল্পবিরোধী বক্তব্যের প্রতিবাদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
অর্থমন্ত্রীর বিড়ি শিল্পবিরোধী বক্তব্যের প্রতিবাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: ভবিষ্যতে বাংলাদেশে বিড়ি শিল্প রাখবো না- জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দেওয়া এমন বক্তব্যের প্রতিবাদে তার পদত্যাগ দাবি করে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বৃহত্তর রংপুর অঞ্চলের বিড়ি ভোক্তারা।  

বুধবার (৭ মার্চ) বিকেলে জেলা শহরের গাছবাড়ি মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে বিড়ি ভোক্তা পক্ষ বৃহত্তর অঞ্চল।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে রংপুর-ঠাকুরগাঁও, নীলফামারীসহ বিভিন্ন জেলার প্রায় দুই শতাধিক বিড়ি ভোক্তা অংশ নেন।

পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিড়ি ভোক্তা পক্ষ রংপুর অঞ্চলের সভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক জয়দেব রাম, প্রচার সম্পাদক পলাশ রায়, ভোক্তা নজরুল ইসলাম, জগদীশ রায় প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে ঘোষণা করেছিলেন। আর বর্তমান অর্থমন্ত্রী দেশের বিড়ির ওপর প্রতিবছর অধিক হারে কর আরোপ করছেন। এতে বিড়ি শিল্প ধ্বংসের দিকে যাচ্ছে। শুধু তাই নয়, ২০১৭ সালের ৩০ জুলাই জাতীয় সংসদে অর্থমন্ত্রী বলেছেন, দুই বছরের মধ্যে দেশে বিড়ি শিল্প বন্ধ করে দিবেন। তাহলে বিড়ি শিল্পে জড়িত দেশের প্রায় ২০ লাখ মানুষ বেকার হয়ে পড়বে। তাদের কথা চিন্তা করে এ শিল্পকে রক্ষা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।