বুধবার (০৭ মার্চ) সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার ফলহর এলাকায় ওয়েলকাম কসমেটিক্স অ্যান্ড ক্যামিক্যাল নামে কারখানাটিতে এ অভিযান চালানো হয়।
এসময় র্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জসিমউদ্দিন ও এএসপি নাজমুল কারখানার মালিক একে আজাদ ও ম্যানেজার মনিরকে আটক করেন।
অভিযান শেষে অবৈধ মালামাল জব্দ ও অনুমতিহীন কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিদর্শক রিগেন বৌদ্ধ, নারায়ণগঞ্জ ড্রাগ সুপার একরামুল হক প্রমুখ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা সারওয়ার আলম বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে গোপনে অবৈধ ব্যবসা করছিল মালিকপক্ষ। এসব প্রোডাক্টের কোনো অনুমতি নেই।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
টিএ