বুধবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।
দারুসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রায়হানুজ্জামান বাংলানিউজকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বসুপাড়া এলাকার একটি বাড়ির পেছনের খাল থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুষ্কৃতিকারীরা ওই নারীকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশে খালের পানিতে ফেলে দেয়। মৃত নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এজেডএস/জিপি