বুধবার (৭ মার্চ) বিকেলে বরিশাল নগরের রূপতলীস্থ সংগঠনের নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও ঝালকাঠি শ্রমিক ইউনিয়ন কর্তৃক বরিশালের রূপাতলী থেকে পশ্চিমাঞ্চলের ছয়টি রুট এবং নলছিটি অঞ্চলের গাড়িসহ বরিশাল-বরগুনা ভায়া চান্দুখালী রুটের গাড়ি চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।
এসময় লিখিত বক্তব্যে বরিশালের রূপাতলী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, ঝালকাঠি জেলা বাস মিনিবাস মালিক সমিতিতে নতুনভাবে কোনো গাড়ির প্রয়োজন না থাকা সত্ত্বেও সমিতির নেতারা অর্থ ও স্বার্থ হাসিলের উদ্দেশে দলীয় ক্ষমতার দাপটে নতুন মালিক সদস্য তৈরি করে ২৫টি বাস কিনেছে।
এর মধ্যে ঝালকাঠির বর্তমান পৌর মেয়র লিয়াকত হোসেন তালুকদারের দুই ছেলে মনিরুল ইসলাম তালুকদার ও আমিনুল ইসলাম তালুকদারের নামে দু’টি করে বাস এবং ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যানের স্ত্রী, ঝালকাঠি চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি মাহবুব হোসেন, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান হোসেন খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিঠু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ ১৬ জনের ১৬টি বাসসহ নতুন আরো অনেকের নামে কোটা দেয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তাদের বাস কেনার দরকার না থাকা সত্ত্বেও এ বাসগুলো কিনে বিপাকে পড়েছে ঝালকাঠি মালিক সমিতি। তাই তারা আমাদের ওপর চাপ প্রয়োগ করে পটুয়াখালী ও কুয়াকাটাতে তাদের বাস চালাতে চাচ্ছে। সে দাবি আমরা মেনে না নেয়ায় গুরুত্বপূর্ণ ছয়টি রুটে সরাসরি বাস চলাচলই বন্ধ করে দিয়েছে ঝালকাঠি মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে অনেকবার বৈঠকে বসা হলেও তাদের একঘেয়ামির কারণে কোনো সমাধান হয়নি। যে কারণে ভুক্তভোগী হচ্ছে সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার (৬ মার্চ) বিভাগীয় প্রশাসনের সঙ্গে সমঝোতা বৈঠকের কথা ছিল। তবে সে বৈঠক শেষ পর্যন্ত হয়নি। তাই গত ১৪ ফেব্রুয়ারি থেকে ঝালকাঠি মালিক সমিতির একঘেয়ামির কারণে বরিশাল থেকে ১০ রুটে সরাসরি বাস চলাচল বন্ধই রয়েছে।
এসময় বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান শাহিন বলেন, যাত্রী ভোগান্তি নিরসনকল্পে ঝালকাঠি ও তথাকথিত মির্জাগঞ্জ সমিতির অবৈধ ও অযৌক্তিক দাবি নিয়ে গাড়ি চলাচলের প্রতিবন্ধকতা তুলে ১৩ মার্চের মধ্যে সুষ্ঠু গাড়ি চলাচলের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। নয়তো বরিশাল বিভাগীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রুটের সব সমিতি সমূহের গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। এতে সমন্বয় পরিষদের ওপর কোনো দায়-দায়িত্ব বর্তাবে না।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এমএস/আরবি/