বুধবার (৭ মার্চ) দুপুরে তাকে কেবিনে নেওয়া হয় বলে বাংলানিউজকে জানান ড. জাফর ইকবালের বইয়ের প্রকাশক ‘তাম্রলিপি’র স্বত্বাধিকারী একেএম তারিকুল ইসলাম রনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও (আইএসপিআর) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে।
রনি জানান, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুপুরে দেশবরেণ্য এ লেখক ও শিক্ষাবিদকে কেবিনে স্থানান্তর করা হয়। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন এবং একটু একটু হাঁটাহাঁটি করছেন। তবে ভিজিটর অ্যালাও করা হচ্ছে না। তাছাড়া, তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার বিষয়েও চিকিৎসকরা এখনও কোনো সিদ্ধান্ত নেননি।
গত শনিবার (৩ মার্চ) বিকেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ফয়জুর রহমান ওরফে ফয়জুল নামে এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন ড. জাফর ইকবাল।
তাৎক্ষণিকভাবে তাকে সেখানকার এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার সিএমএইচে নিয়ে আসা হয়। তারপর থেকে সিএমএইচেই চিকিৎসাধীন ড. জাফর ইকবাল। তাকে দেখতে হাসপাতালটিতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এসআই/ইইউডি/এইচএ/