বুধবার (০৭ মার্চ) রাতে মরদেহ উদ্ধার করা হয়।
নিরব ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের আসাদ খন্দকারের ছেলে।
স্থানীয়রা জানায়, ঋণের টাকা-পয়সা নিয়ে সমস্যার কারণে মাস খানেক আগে আসাদ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় এক আত্মীয়র বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে বলেন, সপ্তাহ খানেক আগে শিশু নিরব নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া না গেলে। নিখোঁজ হওয়ার ঘটনায় গত ৪ মার্চ শিশু নিরবের খালা তাসলিমা বেগম থানায় একটি জিডি করেন।
রাতে এলাকায় গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী থানায় খবর দিলে গোয়ালচামট মিয়াপাড়া সড়কের মোড়ে একটি বাঁশ ঝাড়ের ভেতর থেকে নিরবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তবে কি কারণে শিশুটি খুন হয়েছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি এসআই মোয়াজ্জেম।
বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
আরআইএস/