রিকশা ও সিএনজি গ্যারেজে আগুন/ ছবি: রাজীব
ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ টেম্পোস্ট্যান্ড এলাকার একটি সিএনজি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট।
বুধবার (০৮ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান বাংলানিউজকে বলেন, খিলগাঁও সিপাহীবাগ টেম্পোস্ট্যান্ডের পাশে রিকশা ও সিএনজি গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিন ইউনিটের কর্মীরা বলেও জানান ডিউটি অফিসার আতাউর।
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এজেডএস/আরআইএস/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।