ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‍বরিশালে জুতার কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
‍বরিশালে জুতার কারখানায় আগুন জুতার কারখানায় আগুন/ ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল নগরের বান্দরোড এলাকার একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (০৭ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

কারখানার কর্মচারী জাহাঙ্গীর জানান, কারখানার মধ্যে ৮ থেকে ১০ জন শ্রমিক ছিল।

এদের মধ্যে কয়েকজন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় কারখানার আগুন লাগলে তাৎক্ষণিক আগুন নেভানোর চেষ্টা করে শ্রমিকরা। কারখানাটি টিনশেড হওয়ায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

কারখানার ভেতরে প্রায় ২০ লাখ টাকার মতো মালামাল পুড়ে গেছে বলে দাবি করছেন কারখানার মালিক সেলিম সর্দার।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল সদর স্টেশন অফিসার মো. আলাউদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।  

তবে কারখানায় জুতা তৈরির মালামাল থাকায় আগুন মুহুর্তের মধ্যে টিনশেড ঘরটিতে ছড়িয়ে পরে। ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ সময় সাপেক্ষে নিরুপন করা হবে বলেও জানান স্টেশন অফিসার আলাউদ্দিন।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।