বুধবার (০৭ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানার কর্মচারী জাহাঙ্গীর জানান, কারখানার মধ্যে ৮ থেকে ১০ জন শ্রমিক ছিল।
কারখানার ভেতরে প্রায় ২০ লাখ টাকার মতো মালামাল পুড়ে গেছে বলে দাবি করছেন কারখানার মালিক সেলিম সর্দার।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল সদর স্টেশন অফিসার মো. আলাউদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
তবে কারখানায় জুতা তৈরির মালামাল থাকায় আগুন মুহুর্তের মধ্যে টিনশেড ঘরটিতে ছড়িয়ে পরে। ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ সময় সাপেক্ষে নিরুপন করা হবে বলেও জানান স্টেশন অফিসার আলাউদ্দিন।
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এমএস/আরআইএস/