বৃহস্পতিবার (৮ মার্চ) ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে কাজ করছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, বানিয়ারচালা এলাকায় মোশারফ কম্পোজিট লিমিটেড কারখানার টিনশেডের একতলা ভবনের তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, শ্রীপুরের ২টি ও ভালুকার ১টি ইউনিটসহ মোট ৬টি ইউনিটের কর্মীরা আগুন নেভাতে কাজ করছে। আগুন লাগার কারণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ০৫৩২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
আরএস/আরআইএস/