ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সহকর্মীদের গর্বিত সন্তানের অভিভাবক হওয়ার পরামর্শ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
সহকর্মীদের গর্বিত সন্তানের অভিভাবক হওয়ার পরামর্শ  বিদায়ী অনুষ্ঠানে কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ/ ছবি: বাংলানিউজ

সিলেট: ‘গর্বিত সন্তানের অভিভাবক হওয়ার জন্য সহকর্মীদের পরামর্শ দিয়েছেন সিলেটের সদ্য বিদায়ী কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ।

বুধবার (০৭ মার্চ) সিলেটের কর কমিশনার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করে।

 অনুষ্ঠানে সৈয়দ মোহাম্মদ আবু দাউদ বলেন, বাবা-মা তখনই সফল, যখন তার সন্তান একজন খাঁটি মানুষ হবে।

সমাজে আলোর দ্যুতি ছড়াবে। সে ক্ষেত্রে সন্তানের জন্য সহকর্মীদের ত্যাগ স্বীকারের তাগিদ দেন তিনি।

তিনি বলেন, অন্তত সন্ধ্যার পর আপনারা বাসার বাইরে না থেকে সন্তানদের সময় দিন। যে বাবা-মা সন্ধ্যার পর বাইরে থাকেন, তাদের সন্তানরা খুব কমই মানুষ হন। এছাড়া বাসায় বই পড়ার চর্চা করুণ। অন্তত এ অভ্যাস না থাকলেও সন্তানদের সামনে বই পড়ার ভান করার জন্যও বলেন তিনি। এতে সন্তানরাও অনুপ্রাণিত হবে। বাসায় পড়ার পরিবেশ বজায় থাকবে।

সিলেটে দেড় বছর কর্মকালীণ সময়ে অনেক কিছু করার সুযোগ হয়েছে উল্লেখ করে কর কমিশনার বলেন, চাইলে অফিসার্স ক্লাব করা যেতো। সহকর্মীরা যাতে দিনভর কাজ শেষে সন্ধ্যার পর অন্তত পরিবারকে সময় দিতে পারেন। ক্লাবে সময় না কাটান। সে জন্য ক্লাব প্রতিষ্ঠা করিনি।

তিনি আরও বলেন, স্বামী-স্ত্রীর ঝগড়া সব পরিবারের আছে। তা যেনো সন্তানের সামনে না হয়। বাবা-মায়ের মনোমালিন্য সন্তানদের মানসিকতায় প্রভাব ফেলে। এছাড়া অস্টম শ্রেণি (জেএসসি) পর্যন্ত জিপিএ-৫ না পেলেও সন্তানদের ওপর কখনো খারাপ আচরন করবেন না। এতে তার মানসিকতা দুর্বল হয়ে যাবে। বরং তাকে অনুপ্রাণিত করবেন-‘তোমার অনেক সময় আছে ভালো করার। সন্তানরা যাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো করে সেদিকে নজর দেবেন। তাদের বুঝাবেন যাতে বাস্তব জীবনে তারা সুন্দর ও ভালো মানুষ হতে পারে।

সহকর্মীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আবেগাপ্লুত হয়ে কর কমিশনার আবু দাউদ বলেন, ‘যে প্রান্তেই থাকি না কেনো, আপনাদের সন্তানদের উচ্চ শিক্ষার প্রয়োজনে কাছে থাকবো। একক ভাবে না পারলেও বন্ধুদের সমন্বয়ে গড়া ‘পে-ইট’ নামক সংগঠনের মাধ্যমে পাশে থাকবেন।

নিজের সন্তানের জন্য যতটুকু করবেন, সহকর্মীদের সন্তানদের জন্য ততটুকুই করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন কর কমিশনার। শুধু তার সন্তানের নয়, সব সহকর্মীর সন্তানের অভিভাবক হতে আত্মপ্রত্যয়ী তিনি।  

বিদায় বেলায় সহকর্মীদের দামি সব উপহার দেওয়ার বিষয়ে নিরুৎসাহিত করে কেবল সিলেটে কাটানো দেড় বছরের স্মৃতি ধরে রাখা সহকর্মীদের দেওয়া অ্যালবাম উপহার হিসেবে নেন।

বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাগত কর কমিশনার আবু হান্নান দেলোয়ার হোসেন, অতিরিক্ত কর কমিশনার তৌহিদুল ইসলাম, উপ কর কমিশনার কাজল সিংহসহ কর কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ০৬০৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।