বুধবার (০৭ মার্চ) রাতে শহরের বালুবাড়ী শহীদ মিনার মোড় এলাকায় মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়। এর আগে আঁধার ভাঙ্গার শপথ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খান, দিনাজপুর পল্লীশ্রী'র নির্বাহী পরিচালক শামীম আরা বেগম, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, সাবেক জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রাণী বাগচি, জেলা পরিষদ সদস্য ফয়সল হাবিব সুমন, যুব প্রতিনিধি আছিয়া আক্তার ও মাসুদ আহম্মেদ।
এসময় বক্তারা বলেন, আজকের এ অনুষ্ঠান রাতের নয় সমাজে নারী সম্পর্কে যে ধারণা ও অবহেলা দৃষ্টি রয়েছে তা থেকে বের হয়ে মনের আঁধার ভেঙে ফেলার উদ্দেশে। আমাদের সমাজের মানুষদের মনে এখনও নারীদের সম্পর্কে আঁধার রয়েছে। সেই আঁধার দূর করে নারীদের অনুপ্রেণিত করে সামাজিক কর্মজীবনের পরিবর্তন ঘটিয়ে সমঅধিকার বাস্তবায়ন করে বিশ্বের কাছে প্রমাণ করবো।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
আরআইএস/