ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চলছে ‘সময় এখন নারীর’ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
চলছে ‘সময় এখন নারীর’  ‘সময় এখন নারীর’ শীর্ষক গোলটেবিল বৈঠক

ঢাকা: জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আয়োজনে শুরু হয়েছে ‘সময় এখন নারীর’ শীর্ষক গোলটেবিল বৈঠক।

বৃহস্পতিবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড (ইডব্লিউএমজিএল) এর কনফারেন্স রুমে আয়োজিত এ গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দৈনিক কালেরকণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, সংসদ সদস্য নুরজাহান বেগম মুক্তা, ঢাকা উত্তর ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার রহিমা আক্তার লাকী, পুলিশ সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ফাতেমা বেগম,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিন্নাত হুদা, সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন কামরুন নাহার ডানা, সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মণি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এসআই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।