বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই দস্যুকে গ্রেফতার করেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আবদুর রাজ্জাক ও আব্দুস সালাম নামে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় নুরুল আলম নামে এক ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যায়। গ্রেফতার দু’জনেই আনসার ক্যাম্পে হামলা ও লুট মামলার আসামি বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এসআরএস