বুধবার (০৭ মার্চ) দিনগত রাত ২টার দিকে উপজেলার ফারাকপুর রেলগেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। সাইম ওই এলাকার জফির শাহ’র ছেলে।
ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) রিফাজ উদ্দিন জানান, রাতে সাইম, জিয়ারুল (৩৫) ও আমজাদ (৩৬) মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আমজাদ। পথে রেলগেটের কাছে মোড় ঘুরতেই মোটরসাইকেলটি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন সাইম। এ অবস্থায় তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং জিয়ারুল ও আমজাদকে আটক করে।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এসআই