বৃহস্পতিবার (৮ মার্চ) দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আয়োজনে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড (ইডব্লিউএমজিএল) এর কনফারেন্স রুমে ‘সময় এখন নারীর’ শীর্ষক গোলটেবিল বৈঠক এমন মন্তব্য করেন ঢাকা (উত্তর) ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার রহিমা আক্তার লাকী।
তিনি বলেন, এখনও অনেক পুলিশ কর্মকর্তা নারীদের দিয়ে কাজ করাতে চান না।
তবে, যুদ্ধ শুরু হয়ে গেছে। নারীরা পুলিশ বাহিনীতে আসছে। এখন সময় নারীর। তবে পুলিশ বাহিনীতে নারীদের নিয়োগ বাড়ানো দরকার বলে মন্তব্য করেন রহিমা আক্তার লাকী।
সংসদ সদস্য নুরজাহান বেগম মুক্তা বলেন, নারীদের সিদ্ধান্ত নিতে হবে, যারা নারীকে পিছিয়ে রাখতে চায় তাদের ভোট দেবো না। তাদের সঙ্গে জোট করবো না।
ইউনাইটেড হাসপাতালের ডিরেক্টর ও চিফ অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট সাগুফা আনোয়ার বলেন, নারীরা নিজের ব্যাপারে সচেতন না, তার সব মনোযোগ পরিবারের প্রতি। সে যখন অগ্রাধিকারের তালিকা করে নিজেকে রাখে সবার নিচে। পরিবারের পাশাপাশি নিজের প্রতিও খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, সমাজটাকে পরিবর্তনের জন্য শিশুকালেই কন্যা শিশুর মাথায় সাহস ঢুকিয়ে দিতে হবে যে তুমি আলাদা নও, তুমি সবই পারবে। নারীত্ব তোমার শক্তি।
নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি বলেন, আমরা মায়েরাই কিন্তু শিশুকালে মেয়েদের মনে ঢুকিয়ে দিই যে তুমি নারী, তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। আমরা ছেলেদের হাতে দেই ফুটবল আর মেয়েদের খেলতে দিই পুতুল। এখান থেকে বের হয়ে আসতে হবে।
নিজের কন্যাশিশুকে পুতুল দেননি উল্লেখ করে তিনি বলেন, আমি আমার মেয়েকে বল দিয়েছি। আমার ঘরে কোনো পুতুল নেই। বড় হয়ে যদি ওর পুতুল কিনতে ইচ্ছা করে তবেই কিনবে। অন্যদেরকেও এভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। গোলটেবিল বৈঠকে অংশ নেন- দৈনিক কালেরকণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ফাতেমা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিন্নাত হুদা, সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন কামরুন নাহার ডানা, সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মণি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এসআই/এসআই