ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পার্বত্য চুক্তির ধারা লঙ্ঘনে সরকারি নিয়োগের প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
পার্বত্য চুক্তির ধারা লঙ্ঘনে সরকারি নিয়োগের প্রতিবাদ বাংলাদেশ বেকার কল্যাণ সংস্থার সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি: খাগড়াছড়ি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে জনবল নিয়োগে পার্বত্য চুক্তির ধারা লঙ্ঘন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে বাংলাদেশ বেকার কল্যাণ সংস্থার ব্যানারে সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানানো হয়।
 
এতে লিখিত বক্তব্য পাঠ করেন নারী নেত্রী নমিতা চাকমা।

তিনি বলেন, পার্বত্য চুক্তির খণ্ড ‘ঘ’ -এর ১৮ নম্বর অনুচ্ছেদে সরকারি, আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের সব স্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীর কর্মচারী পদে স্থায়ী অধিবাসী উপ-জাতীয়দের অগ্রাধিকার দিয়ে নিয়োগ করার কথা বলা হয়েছে। কিন্তু জজ কার্যালয়ে ও চিফ জুডিসিয়াল কার্যালয়ে কোনো বিধি-বিধান না মেনে আইনকে অবজ্ঞা করা হয়েছে। অনুত্তীর্ণ ব্যক্তিকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হয়।  

এছাড়া তিন সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটির মতামত ও পরামর্শ ছাড়া একক স্বাক্ষরে নোটিশ জারি করা হয়। তবে বিগত বছর পার্বত্য চুক্তির এই ধারা অনুসরন করে জেলা জজ কার্যালয় ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় নিয়োগ দেওয়া হয়।

সংবাদ সম্মেলন থেকে নিয়োগ কার্যাক্রমকে বিধি বহির্ভূত, অনিয়ম ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে তা বাতিল করার আহ্বান জানান।  

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ বেকাল কল্যাণ সংস্থার খাগড়াছড়ি শাখার সভাপতি চাইথোয়াই মারমা, ভারত প্রত্যাগত শরণার্থী কল্যাণ সমিতির সদস্য সুকৃতি জীবন চাকমা, বিনোদ বিহারী চাকমা, বাবুয়া চাকমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।