ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ২ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ২ জেলের কারাদণ্ড আটক দুই জেলে

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলায় মেঘনা নদীতে জাটকা ধরার অপরাধে খোরশেদ আলম (২০) ও শাহজালাল (২৭) নামে দুই জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৮ মার্চ) সকাল ৭টায় চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাশ এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত খোরশেদ শরীয়তপুর জেলার সখিপুর থানার বকাউল কান্দির কাজল খানের ছেলে এবং শাহজালাল একই উপজেলার উত্তর তারাবুনিয়ার মোহাম্মদ হোসেনের ছেলে।

চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফিরোজ আলম প্রধান বাংলানিউজকে বলেন, রাতে সদর উপজেলা টাস্কফোর্স মেঘনা নদীর রাজরাজেশ্ব থেকে শুরু করে হরিণা এলাকা পর্যন্ত অভিযান চালায়। পরে ভোরে বালুচর এলাকা থেকে জাটকা নিধন অবস্থায় তাদের হাতেনাতে আটক এবং এ অপরাধে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চরআলেকজেন্ডার পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকা জাটকা সংরক্ষণের জন্য অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় নদীতে যে কোনো মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।