রোববার (১১ মার্চ) দুপুর একটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আনিফ বড়াইগ্রাম উপজেলার সাতঐল গ্রামের মো. ফরজ আলীর ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সৈকত হাসান বাংলানিউজকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন সাতঐল বিলের একটি শ্যালো মেশিন ঘরের পাশে আনিফের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের মাথার পেছনে ও থুতনির নিচে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে, এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এনটি