ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
সিরাজগঞ্জে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রাম থেকে আনারুল ইসলাম (১১) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ মার্চ) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। আনারুল ইসলাম একডালা গ্রামের মেনহাজ আলীর ছেলে।

সে স্থানীয় ভেন্নাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো।

নিহতের ফুপাতো ভাই জাহাঙ্গীর আলম বলেন, শনিবার রাতে বাড়ির পাশে ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য মায়ের কাছে টাকা চায় আনারুল। মা টাকা না দিয়ে তাকে বকাঝকা করে। এতে সে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে পরিত্যক্ত একটি ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।  

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) চাঁদ আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।