শনিবার (১০ মার্চ) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। আনারুল ইসলাম একডালা গ্রামের মেনহাজ আলীর ছেলে।
নিহতের ফুপাতো ভাই জাহাঙ্গীর আলম বলেন, শনিবার রাতে বাড়ির পাশে ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য মায়ের কাছে টাকা চায় আনারুল। মা টাকা না দিয়ে তাকে বকাঝকা করে। এতে সে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে পরিত্যক্ত একটি ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) চাঁদ আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
আরআর