রোববার (১১ মার্চ) সকালে তাকে উদ্ধার করা হয়। অপহৃত শারমিনের বাড়ি রূপগঞ্জ উপজেলায়।
অপহৃতার মা জানান, প্রায় সময় স্কুলে আসা-যাওয়ার পথে শারমিনকে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতো শাকিল। এ বিষয়ে শারমিন তার পরিবারের সদস্যদের জানিয়েছেন। পরে পরিবারের সদস্যরা শাকিলের পরিবারের সদস্যদের জানান। এতে ক্ষিপ্ত হয়ে শাকিল শারমিনকে অপহরণ ও প্রাণনাশের হুমকি দেন। গত ৫ মার্চ রাতে বাড়ি থেকে শারমিনকে জোরপূর্বক মোটরসাইকেলে করে উঠিয়ে নিয়ে যান শাকিল। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাদের পাননি। এ ঘটনায় শারমিনের মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে রূপগঞ্জ থানা পুলিশ চাঁদপুরের মতলব থেকে অপহৃত শারমিনকে উদ্ধার ও অপহরণকারী শাকিলকে গ্রেফতার করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, শাকিলকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
আরবি/