চাঁদাবাজির অভিযোগ মিথ্যা দাবি করে এ সংবাদ সম্মেলন করেছেন কাউন্সিলর ও স্থানীয়রা।
রোববার (১১ মার্চ) দুপুরে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় কাউন্সিলরের ব্যক্তিগত কার্যালয়ে এ আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে কাউন্সিলর রিয়াজুল হাসান বলেন, ব্যবসায়ী সেলিম তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে অনৈতিক কাজ করে আসছে। শুক্রবার (৯ মার্চ) রাতে এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে আমার কার্যালয়ে নিয়ে আসে। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনা আড়াল করতে তারা আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করেছে। সেলিমের স্ত্রীর কাছ থেকে তিন লাখ টাকা দাবির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ সময় স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার (১০ মার্চ) দিবাগত রাতে স্থানীয় ব্যবসায়ী সেলিমের স্ত্রী বিলকিছ বেগম ওই কাউন্সিলরের বিরুদ্ধে থানায় তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এসআর/এএটি