ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক বিক্রেতা আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীতে ২৫২ গ্রাম হেরোইনসহ মোছা. শাপলা বেগম (২৮) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

রোববার (১১ মার্চ) সকালে জেলা সদরের শহীদ ওহাবপুর ইউনিয়নের মধুপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মো. নীল চাদের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা বাংলানিউজকে জানান, শাপলা একজন পেশাদার মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে সকালে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ২৫২ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। জব্দকৃত হেরোইনের মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।