মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর জনসভা স্থল চাঁদপুর স্টেডিয়াম মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সংসদ সদস্য বলেন, চাঁদপুরে একটি শিল্পজোন প্রতিষ্ঠা করা প্রয়োজন।
তিনি বলেন, চাঁদপুরের অবস্থানের আলোকে একটি নৌ পরিচালনা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন। এ জেলা তিনটি বড় নদীর কেন্দ্রস্থল এবং দেশের বড় নৌ পরিবহনের ঠিকানা। আর প্রশিক্ষণ কেন্দ্র এখানে স্থাপিত হলে বাংলাদেশের নৌ-পরিবহন পরিচালনার ক্ষেত্রে যা দেয়ার প্রয়োজন তা পূর্ণাঙ্গভাবে দিতে সক্ষম হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক শোহরাব প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরবি/