ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দুদকের হাতে গ্রেফতার ‘ভূমি কুতুব’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
দুদকের হাতে গ্রেফতার ‘ভূমি কুতুব’ গ্রেফতার কুতুবউদ্দিন। ছবি: বাংলানিউজ

ঢাকা: ‘ভূমি মন্ত্রণালয়ের পারসোনাল অফিসার’ কুতুবউদ্দিন আহমেদ ওরফে ‘ভূমি কুতুব’কে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রোববার (০৮ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা তাকে গ্রেফতার করা হয়। দুদকের সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

দুদক সূত্র বলছে, সরকারি জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় করা এক মামলায় কুতুবউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।  

রাজধানীর গুলশানে ১০ কাঠা জমি ভুয়া আম মোক্তারনামা দেখিয়ে নিজের শ্বশুরের নামে হস্তান্তর করেন তিনি। কুতুবউদ্দিনকে আটক করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মীর্জা জাহিদুল ইসলাম।

অভিযোগ রয়েছে, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ছয়গাঁও গ্রামের এক সাধারণ পরিবারের সন্তান কুতুবউদ্দিন। তিনি ক্ষমতাসীনদের যোগসাজশে অবৈধভাবে বিপুল পরিমাণ টাকার সম্পত্তির মালিক বনে গেছেন।

দুদক সূত্র জানায়, চাকরিতে আগে প্রবেশ করলেও কুতুবউদ্দিনের ভাগ্য পাল্টাতে থাকে মূলত ২০০১ সালে চার দলীয় জোট ক্ষমতায় আসার পর থেকে। ওই সময় ভূমি মন্ত্রণালয়ের প্রটোকল কর্মকর্তা কুতুবউদ্দিন জোট সরকারের ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সঙ্গে যোগসাজশে চেইনম্যানের ৩৩৬টি পদে নিয়োগের সময় প্রায় পাঁচ কোটি টাকা ঘুষ আদায় করেন। এ সময় প্রত্যেক প্রার্থীর কাছ থেকে নেওয়া হয় দেড় থেকে দুই লাখ টাকা করে।  

এরপর থেকে কুতুবউদ্দিন অন্যদের কাছে ‘ভূমি কুতুব’ হিসেবেই পরিচিত হতে থাকেন। অর্থ লেনদেনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার সরকারি খাস জমি তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়েছেন।  

এ সব অভিযোগে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলেও তাকে গ্রেফতার করে দুদক। কিন্তু মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতাদের ধরে কারাগার থেকে বেরিয়ে আসেন এবং চাকরিতে যোগ দেন।

তার বিরুদ্ধে ব্যক্তি মালিকানাধীন একটি জমিকে খাস দেখিয়ে তা বন্দোবস্ত নেওয়া বাবদ সচিবালয়, ভূমি মন্ত্রণালয় ও ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ে কমপক্ষে এক কোটি পাঁচ লাখ টাকা ঘুষ লেনদেন হওয়ার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। এর বাইরেও ঘুষ লেনদেন হওয়ার অভিযোগ আছে।

দুদক সূত্র বলছে, কুতুবের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। দুদকে তার মামলা রয়েছে একাধিক। যার প্রাথমিক তদন্তে সত্যতা পেয়েছে দুদক।
 
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮/আপডেট: ১৬১৩ ঘণ্টা
আরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।