ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা প্রতীকী

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শেরেগুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। 

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে সদর উপজেলার হাজরাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। শেরেগুল চুয়াডাঙ্গা পৌরসভা এলাকার সিঅ্যান্ডবি পাড়ার মৃত বরকত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে হাজরাহাটি গ্রামে শেরেগুলের জমিতে বসতবাড়ি নির্মাণ করছিলেন তার আপন ফুফাতো ভাই আবু তালেবের ছেলে আরিফ হোসেন। পরে তাকে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে শেরেগুলের মাথায় আঘাত করে আরিফ। এতে গুরুতর জখম হন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরেগুল।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরুন্নাহার খানম বাংলানিউজকে জানান,
কৃষক শেরেগুল হোসেনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।