ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

দেশ স্বাধীন করেছেন, কিন্তু গড়ার সময় পাননি বঙ্গবন্ধু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
দেশ স্বাধীন করেছেন, কিন্তু গড়ার সময় পাননি বঙ্গবন্ধু বক্তব্য রাখছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন/ছবি: বাংলানিউজ

রাজশাহী: যে মানুষটি বাঙালি, বাঙালি, বাঙালি বলে সারাজীবন লড়াই-সংগ্রাম করে গেলেন, সে মানুষটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যিনি দেশ স্বাধীন করলেও দেশ গড়ার সময় পাননি। তবে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন।

বুধবার (১ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে ‘চেতনার বাতিঘর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন একথা বলেন। রাজশাহী মহানগর বঙ্গবন্ধু পরিষদ সভাটির আয়োজন করে।

 

দেশের উন্নয়নের ধারাবাহিকতার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে যা যা করা দরকার সবাইকে তাই করার আহ্বান জানান লিটন।  

সভায় প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, এ মাসে বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন। সিঁড়িতে পড়ে আছে বঙ্গবন্ধুর লাশ- এই স্মৃতিটি মনে পড়লেই আমার মনে হয়, মানুষের মতো হিংস্র, নৃশংস আর কেউ নেই। আবার এই মানুষই সমগ্র পৃথিবীর মানবতার জন্য, দেশের জন্য, আদর্শের জন্যে প্রাণ দেন।

রাজশাহী মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক নূরল আলমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আখতার জাহান প্রমুখ।  

উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, রাবির সাবেক উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক জিন্নাতুন নেসা তালুকদার, মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক প্রমুখ।  

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার।  

সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক দাঁড়িয়ে থেকে মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।