ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্ট্যান্ড থেকে কোনো বাস ছাড়া হচ্ছে না। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: ঝিনাইদহে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া বাস চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে চুয়াডাঙ্গা জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। 

বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল ৬টা থেকে দূরপাল্লাসহ চুয়াডাঙ্গার পাঁচটি রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।  

এদিকে, হঠাৎ করে ডাকা এ ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা।

 

জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম-আহ্বায়ক এম জেনারেল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া রয়েল এক্সপ্রেস বাস ঝিনাইদহের ওপর দিয়ে পটুয়াখালী যাওয়ার পথে প্রায়ই ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দের বাধার মুখে পড়ে। স্বাভাবিকভাবে যানবাহন চলাচল না করতে দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত লাগাতার ধর্মঘট চলবে।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।