ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় তৃতীয় দিনে পরিবহন ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
চুয়াডাঙ্গায় তৃতীয় দিনে পরিবহন ধর্মঘট বন্ধ রয়েছে বাস চলাচল

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার পরিবহনে ঝিনাইদহের শ্রমিকদের বাধা দেওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। 

গত বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। শনিবারও দূরপাল্লাসহ জেলার অভ্যন্তরীণ রুটে কোন ধরনের যাত্রীবাহী যানবাহন ছেড়ে যায়নি।

 

এদিকে টানা এ ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।  

জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতা নাসির জোয়ার্দার বাংলানিউজকে জানান, সম্প্রতি চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বিভিন্ন কোচ ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতাকর্মীরা স্বাভাবিক চলাচলে বাধা দিয়ে আসছে। এরই প্রতিবাদে তাদের এ আন্দোলন। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।