ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে বাসের হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
চুয়াডাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে বাসের হেলপার নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার জাফর আলী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত জাফর আলী চুয়াডাঙ্গা শহরতলীর জাফরপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে পূর্বাশা পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে দশমাইল এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের হেলপার জাফর।  

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।