ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

সুলতান সালাউদ্দিন টুকুর জামিন আবেদন নামঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
সুলতান সালাউদ্দিন টুকুর জামিন আবেদন নামঞ্জুর টুকুর জামিন আবেদন নামঞ্জুর

টাঙ্গাইল: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে সংঘর্ষ ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (০৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের (গোপালপুর) বিচারক ফারজানা হাসনাত এ আদেশ দেন।

এর আগে, সকালে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে টাঙ্গাইল জেলা কারাগারে আনা হয়।

পরে দুপুর একটার দিকে তাকে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে (গোপালপুর) এ হাজির করা হয়। এ সময় বিচারক বাদি পক্ষের আবেদনের প্রেক্ষিতে সুলতান সালাউদ্দিন টুকুকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে তার জামিন শুনানি হয়। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কোর্ট পুলিশের পরিদর্শক তানবীর আহমেদ। দু’পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত সুলতান সালাউদ্দিন টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে দুপুর দেড়টার দিকে আদালতের বিচারিক কার্যক্রম শেষে সুলতান সালাউদ্দিন টুকুকে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

এদিকে, সুলতান সালাউদ্দিন টুকুর প্রধান আইনজীবী মো. গোলাম মোস্তফা মিয়া বাংলানিউজকে জানান, সুলতান সালাউদ্দিন টুকুকে এক নম্বর আসামি করে ৯৭ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করা হয়। কিন্তু এ ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। তার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ করা হয়নি। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।

চলতি বছরের ৯ ফেব্রুয়ারি গোপালপুর থানার পরির্দশক আব্দুল হাই বাদী হয়ে সুলতান সালাউদ্দিন টুকুকে এক নম্বর আসামি করে ৯৭ জনের নামে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।