রোববার (৯ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার শ্রীপুর এলাকার মজিবর দেওয়ারের ভাড়া বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- এবাদত হোসেন আকাশ (২৫) ও স্ত্রীর নাম রুনা আক্তার (১৮)।
এদের মধ্যে রুনা ডিইপিডের হোপলোন বিডি নামক তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। আকাশ বেকার ছিলেন। তাদের গ্রামের বাড়ি ফেনী জেলায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, দুপুরের দিকে ওই বাড়ির অন্য ভাড়াটিয়ারা বারান্দার মধ্যে রুনার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় তাদের কক্ষটি ভেতর থেকে আটকানো ছিলো। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে বারান্দা থেকে রুনা ও ঘরের দরজা ভেঙে ভেতর থেকে এবাদতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
আরবি/