ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে এমপি জগলুলের কবিতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে এমপি জগলুলের কবিতা

জাতীয় সংসদ ভবন থেকে: প্রতিদিন পথে-ঘাটে ভিক্ষুক, রিকশাচালক, দিনমজুরসহ সর্ব সাধারণের সঙ্গে মিশে তাদের মুখে খাবার তুলে দিয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এসএম জগলুল হায়দার এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন। 

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে নিজের লেখা কবিতার কয়েকটি পংক্তি পাঠ করেন তিনি।  
 
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এসএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।