সুজন রহমান সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার আব্দুর রহমানের ছেলে। তবে আহতের পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় আদমজী এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তাহমিনা নাজনীন বাংলানিউজকে জানান, সিদ্ধিরগঞ্জ থেকে আহতাবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে এসেছেন স্থানীয়রা। তাদের মধ্যে একজনের হাসপাতালে আসার আগেই মারা গেছেন। অন্যজনের পা ভেঙে গেছে। আহত ব্যক্তি চিকিৎসা না নিয়ে চলে গেছেন। এসময় স্থানীয়রা কাউকে কিছু না বলে মরদেহ নিয়ে গেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, তারা দুইজন দেয়াল চাপা পড়েছিলেন। তবে কোথায় কিভাবে বিস্তারিত জানা যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
ওএইচ/