বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল নরসিংদীর মাধবদী ছোট বুনাইদ গ্রামের শাহ আলমের ছেলে।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ জানান, শিমুলতলী এলাকার রাস্তায় রিকশাটি ঘুরানের সময় ঢাকাগামী একটি এনা পরিবহনের বাস রিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশা চালক শফিকুল মারা যান। পুলিশ বাসটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এনএইচটি