ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
আড়াইহাজারে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। 

বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল নরসিংদীর মাধবদী ছোট বুনাইদ গ্রামের শাহ আলমের ছেলে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ জানান, শিমুলতলী এলাকার রাস্তায় রিকশাটি ঘুরানের সময় ঢাকাগামী একটি এনা পরিবহনের বাস রিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই  রিকশা চালক শফিকুল মারা যান। পুলিশ বাসটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।