বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাজেরা ওই গ্রামের আলী আহাম্মদের স্ত্রী।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রফিউদ্দৌলা বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে বিষপানে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আড়াইহাজার থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এসআরএস