ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
গোপালগঞ্জে পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেখ মুরাদ হোসেন

গোপালগঞ্জ: গোপালগঞ্জে সাত মামলার পলাতক আসামিকে বিদেশি পিস্তলসহ শেখ মুরাদ হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকেলে গোপলগঞ্জ সদর উপজেলার কুঠিবাড়ি শুকতাইল থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোপালগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি ডেগারসহ মুরাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

 

তার বিরুদ্ধে খুন, ডাকাতি, দ্রুত বিচার আইন, চাঁদাবাজি, মারামারি, মাদক ও নারী নির্যাতন দমন আইনে সাতটি মামলা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।