শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সুপ্ত শহরের বকুলতলা এলাকার হস্তশিল্প ব্যবসায়ী নিজাম উদ্দিনের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেডিকেল কলেজের সামানে দিয়ে শহরের দিকে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই সুপ্ত মারা যান। আহত হন মোটরসাইকেল আরোহী সিজান। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জামালপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এমআইএইচ/এএ